হুমায়ুন
কবির,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর কৃষক দলের সমাবেশ শুক্রবার
(১০জানুয়ারি)পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশের ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায় কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করেন পৌর লীগ কৃষকদল। পৌর কৃষকদলের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি'র সভাপতি আতাউর রহমান। প্রধান বক্তা
হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান উজ্জ্বল। এছাড়াও বক্তব্য দেন,জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন নাসির, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর-নবী,শাহাদত হোসেন, মাহামাদুন নবী পান্না বিশ্বাস,খলিলুর রহমান, আলাউদ্দিন ও ওবাইদুর রহমান। আরো বক্তব্য রাখেন, পৌর কৃষক দলের সহ-সভাপতি জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক জাফর আলী,যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম,ছাত্রদলের সাবেক আহ্বায়ক আওলাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক,
মোমিন হোসেন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষক দলের সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
মন্তব্য করার জন্য লগইন করুন!