হুমায়ুন কবির,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনি। গতকাল (সোমবার ১৭)ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামালের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়,
মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আলী গত ৯ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনার জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে এডহক কমিটি অনুমোদনের জন্য আবেদন করেন। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে বিদ্যালয়টিকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ (চার) সদস্যের সমন্বয়ে গঠিত একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে শিক্ষা বোর্ড। এবং এই এডহক কমিটির সভাপতি হিসাবে সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনিকে নির্বাচিত করা হয়েছে। উল্লেখ থাকে যে, এই এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ হতে ৬ (ছয়) মাস কার্যকর থাকবে। উক্ত সময়ের মধ্যে অবশ্যই নিয়মিত গভর্ণিং বডি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে অনুমোদন নিতে হবে। এদিকে মনিরুজ্জামান মনি উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
লগইন
রাণীশংকৈলের মীরডাঙ্গী হাই স্কুলে মনিরুজ্জামান সভাপতি নির্বাচিত । ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!