মোঃআবু হানিফ বিন সাঈদ : বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক করা হয়েছে এ কে এম মঈনুদ্দিন সুমন ও সাংগঠনিক সম্পাদক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী।
যুবলীগ কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (১ সেপ্টেম্বর) উক্ত কমিটি ঘোষণা করেন।
এর আগে ২০২২ সালের ১১ অক্টোবর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠি হয়। দীর্ঘ ৯ মাস পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবেশেষে কমিটি ঘোষণায় উৎফুল্ল নেতাকর্মীরা। সকালে কমিটি ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম চৌধুরীকে সামাজিক যোগযোগ ফেসবুকে অভিনন্দন বার্তায় সয়লাব হেয়ে যায়।
এ ব্যাপারে আবুল কাশেম চৌধুরী জানান, ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে জেল জুলুম সহ্য করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় আছি। আমাকে সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধান মন্ত্রী, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি সেক্রেটারী ও আমার জেলার সকল আওয়ামীলীগ সহ যুবলীগের নেতাকর্মীকে ধন্যবাদ জানাই।
কমিটিতে অন্যরা হলেন, সহসভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী,সফিকুজ্জামান হিরাজ, ইঞ্জিনিয়ার হাজী মো:ওয়াহিদুজ্জামান,আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, বদরুল আলম। ২য় সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, ৩য় মানিক মিয়া, ৪র্থ মহিবুর রহমান মাহি, ত্রাণ সম্পাদক শাহজাহান মিয়া, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, আশরাফ উদ্দিন ।
মন্তব্য করার জন্য লগইন করুন!