সরকার আসন্ন রমজান মাস উপলক্ষ্যে চাল, তেল, চিনি ও খেজুরের শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার (২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত পৃথক চারটি আদেশে এই তথ্য জানা গেছে।
সেদ্ধ ও আতপ চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। বাসমতী চালের আমদানি শুল্ক ৫% থেকে কমিয়ে ২.৫% করা হয়েছে।
সয়াবিন তেল, সূর্যমুখী তেল, পাম তেল ও রিফাইন্ড পাম তেলের আমদানি শুল্ক ৫% থেকে কমিয়ে ২.৫% করা হয়েছে।
চিনির আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে।
খেজুরের আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
এর আগে, গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রমজান মাসে এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করা। বাজারে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। জনগণের ভোগান্তি কমানো।
মন্তব্য করার জন্য লগইন করুন!