মুন্সীগঞ্জ: রবিবার (১৪ এপ্রিল) জাঁকজমকপূর্ণ আয়োজনে মুন্সীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।
হাজারো মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল এই শোভাযাত্রা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
পরবর্তীতে জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন মেলা উদ্বোধন করেন। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন স্টল বসানো হয়েছে।
জেলা প্রশাসকের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন পুলিশ সুপার মো. আসলাম খান, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এবারের শোভাযাত্রায় বাংলার ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনাও দেখা গেছে। রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ, সিংহসহ নানা রকমের মুখোশ শোভাযাত্রায় আকর্ষণ ছিল।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, নতুন বছরকে বরণ করে জেলা প্রশাসকের বাস ভবনে পান্তা ইলিশের আয়োজন করা হয়। সেখানে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রা ঘিরে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। পুরো এলাকা ছিল নিরাপত্তা বলয়ের মধ্যে।
মন্তব্য করার জন্য লগইন করুন!