ভোলার চরফ্যাসন উপজেলায় হিটস্ট্রোকে মিরাজ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকালে দুলারহাট থানার আবু বকরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান জানান,মিরাজ প্রচন্ড রোদে দুপুরে তার নিজ বাড়িতে কাজ করছিলো। প্রায় দুই ঘন্টা তীব্র রোদে থাকার পর হঠাৎ তার বুকে ব্যাথার অনুভব হয়। বিকালে ব্যাথা আরোও তীব্র শুরু হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন উপজেলা হাসপাতালে কর্মরত সাব এ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. জাহিদ হাসান জানিয়েছেন হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকেই মারা গেছেন।
লগইন
ভোলায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু
মন্তব্য করার জন্য লগইন করুন!