ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি।।
১৩ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মল্লিকবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকায় কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালায়। প্রবল ঝড়ে অন্তত সাতটি বিদ্যুতের খুঁটি পড়ে যায়, ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়ার তোড়ে খুঁটিগুলো একে একে পড়ে যায়। পানির মধ্যে পড়ে থাকা খুঁটিগুলো মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও আরও কয়েকটি খুঁটি কাত হয়ে রয়েছে, যেগুলো যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
একই ঝড়ে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এল-স্কয়ার ফ্যাক্টরির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফ্যাক্টরির গেইট ভেঙে পড়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বহু যানবাহন আটকে পড়ে, দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ মেরামত ও খুঁটিগুলো অপসারণের দাবি জানিয়েছেন, যাতে জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরে আসে।
মন্তব্য করার জন্য লগইন করুন!