হবিগঞ্জ মাধবপুরের অন্যতম রক্তদান সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদের ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। গতকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষ পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত ।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দিন উদযাপিত হয় সঞ্চালনা করেন সুফল মোদক
সভাপতিত্ব - তইমুছ আলী, প্রধান অতিথি - নির্মলেন্দু চক্রবর্তী ( সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল), বিশেষ অতিথি- আলামিন মিয়া - ইংরেজী প্রভাষক, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ,
মনসুন আলী, বিশিষ্ট সমাজসেবক ও দানভীর, দেশের বিভিন্ন জেলার ৮০ টি সংগঠন থেকে ২০০ জন রক্তদাতা অংশগ্রহণ করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুফল মোদক আমাদের জানায় সুন্দর ও সুশৃঙ্খল ভাবে কর্মসূচি বাস্তবায়ন হয়েছে ও আগামী দিন গুলোতে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ রক্তদান সহ বিভিন্ন মানবিক কাজে বিশেষ ভূমিকা রাখবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!