দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতানা নাদিরা আওয়ামীলিগের মনোনয়ন পাওয়ায় বরগুনা-২ সংসদীয় আসনের ৩টি উপজেলা বেতাগী- বামনা- পাথরঘাটায় তৃনমুল আওয়ামীলিগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা মসজিদে মসজিদে দোয়া - মিলাদের আয়োজন করে। মাগরিব ও এশা’র নামাজের পর দোয়া অনুষ্টিত হয়। সুলতানা নাদিরা বরগুনা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্রী এবং সংরক্ষিত মহিলা আসন-৩১৫ ‘র সংসদ সদস্য।
২০১৩ সালে সড়ক দূর্ঘটনায় গোলাম সবুর টুলু নিহত হন। টুলু’র মৃত্যুর পর তাঁর স্রীকে মনোনয়ন চাইলে তিনি মনোনয়ন না নেয়ায় শান্তি কমিটির প্রধান ও তালিকাভূক্ত যুদ্বপরাধীর ছেলে শওকত হাচানুর রহমান রিমনকে মনোনয়ন দেয়া হয়। সংসদ সদস্য নির্বাচিত হবার পর তিনি নিজস্ব বাহিনি করে দলের নেতে- কর্মীদের নির্যাতন সহ দলের মধ্য বিভক্তি সৃস্টি করেন। শুধু দলীয় কর্মীরাই নয়, সরকারী কর্মকর্তারাও রিমনের নির্যাতনের শিকার হয়েছেন।
বরগুনা জেলা আওয়ামীলিগের সহ- সভাপতি ফারজানা সবুর রুমকি বলেন, আল্লাহ’র নিকট শুকরিয়া সাধারন মানুষের দোয়া কবুল করেছেন। একই সাথে দলীয় সভানেত্রী যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ইনশআল্লাহ আমরা দলের সকলে ঐক্যবদ্ব ভাবে তা পূরনের চেস্টা করবো।
পাথরঘাটা আওয়ামীলিগের সভাপতি আলমগীর হোসেন দাদু বলেন, আমরা কৃতজ্ঞ সভানেত্রী শেখ হাসিনার নিকট , তিনি নির্যাতিত নেতা- কর্মীদের যন্রনা বুঝতে পেরেছেন। এখন ঐক্যবদ্ব হয়ে সকল নির্যাতনের প্রতিবাদ হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!