পাবনা, নাটোর ও বগুড়া: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বগুড়া (পশ্চিম) ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৮৯.৯২ কিলোমিটার দীর্ঘ নতুন বিদ্যুৎ লাইন আজ, মঙ্গলবার, 2024 সালের 30 এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।
এই লাইনটি চালু করার ফলে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
নতুন ৪০০ কেভি লাইনের টাওয়ারে আরোহণ, গবাদিপশু বাঁধা, লাইনে কাপড় শুকানো, ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন।
লাইনটি থেকে নিরাপদ দূরত্ব (উভয় পাশে ২৩ মিটার) বজায় রাখুন।উচ্চ ভোল্টেজের লাইন বা টাওয়ার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
পাবনা: ঈশ্বরদী উপজেলার পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন।
নাটোর: বড়াইগ্রাম উপজেলার গোপালপুর, নগর, মাঝগাঁও ও বড়াইগ্রাম ইউনিয়ন; গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন; সিংড়া উপজেলার চামারী, কলম, চৌগ্রাম ও রামানন্দ খাজুরা ইউনিয়ন।
বগুড়া: নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়ন; কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন।
নতুন লাইনটি পরীক্ষামূলকভাবে চালু করার সময় বিদ্যুৎ সরবরাহে কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটতে পারে। বিদ্যুৎ বিভাগ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবে।
যোগাযোগ:
বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত কোন সমস্যা হলে পিজিসিবি-এর নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন:
- ঈশ্বরদী: ০৭১-৭৭৪৪০০১
- বড়াইগ্রাম: ০৭১-৭৭৫৫০০১
- নন্দীগ্রাম: ০৭১-৭৭৬৬০০১
মন্তব্য করার জন্য লগইন করুন!