বানিয়াচংয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্ধোধন এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন প্রাণির মেলা প্রদর্শনী করা হয়েছে। মেলা ও প্রদর্শনীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র'র উপ-পরিচালক ডা: মো: আব্দুস ছামাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব,উপ-সহকারী প্রাণিস্বাস্থ্য মো: মখলিছুর রহমান, সুমন দাস,দীপক দেব।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিআরডিভি চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোতাব্বির হোসেন,রায়হান উদ্দিন সুমন, আক্তার হোসেন আলহাদী,লিলু, নূরুল ইসলাম প্রমুখ।
মেলার প্রদর্শনীতে গাভী,ষাড়,ছাগল,মহিষ,ভেড়া,হাস,মোরগ,কবুতর ও ঘোড়া প্রদর্শন করা হয়েছে।
মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন খামারি ও কৃষকদের কে পুরস্কার প্রদান করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!