আপনার একটি শেয়ারে ফিরে পেতে পারে তার স্বজনরা
পৌর সভার পুরানবাজার ১ নং ওয়ার্ড মেরকাটিজ রোড হরিজন কলোণীর বাক প্রতিবন্ধি বিমল হরিজন বেশ কিছু দিন নিখোঁজ রয়েছে। তার বয়স ৪৯ বছর। তার সন্দানে পাগল প্রায় পরিবার পরিজন সহ এলাকা বাসি।
গত কয়েক মাস পূর্বে চাঁদপুর পুরানবাজার থেকে নতুন বাজার যাওয়ার পরে সে হারিয়ে যায়। এ পর্যন্ত আর ফিরে আসেনি। সে কথা বলতে পারে না, এবং তার দুই হাতের কবজি নেই, মা বাবা বিহিন বিমল কে খুজে বেরাচ্ছে ভাই অমল সহ এলাকা বাসি।
মন্তব্য করার জন্য লগইন করুন!