মোঃ আসাদুজ্জামান
প্রায় দুই সপ্তাহ আইসিইউর ভেন্টিলেশনে থাকার পরে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর বারোটায় মৃত্যুবরন করেছে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি সদস্য নজরুল ইসলাম মোল্লার কন্যা উপমা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনিশ বছর। উপমার মৃত্যুতে বরগুনার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উপমার চাচা জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা জানান, উপমার ডেঙ্গু হবার পরে ফুসফুসে পানি জমে নিউমোনিয়া হয়ে যায়, ফলে জীবন সংকটাপন্ন অবস্থায় পরে তাকে ঢাকার ইসলামি ব্যাংক সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ওই হসপিটালের ভেন্টিলেশনে রাখা হয়। আজ দুপুরে সে আমাদের ছেড়ে চলে গেছে।
আগামীকাল বুধবার সকাল দশটায় বরগুনা সার্কিট হাউস মাঠে এবং বেলা এগারোটায় নিজ বাড়ি কাঠালতলিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!