মোঃ মাসুম পারভেজ।।
৯ ই মার্চ ২০২৫, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হয়। লাইসেন্স বিহীন গড়ে ওঠা এরকম অপরিকল্পিত ইট ভাটায় অভিযান পরিচালিত হওয়ায় মেসার্স টুবগী ব্রিকস, মেসার্স মানিকরাজ ব্রিকস, মেসার্স ভঙ্গেরগাঁও ব্রিকস এই তিনটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, চাঁদপুর পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে আপসহীন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথ নিয়মে পালন করে আসছে।

সমাজের সচেতন মহলের দাবি, এ ধরনের কার্যক্রম বহুদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে চলমান দেখতে চান তারা। অবৈধ ইট ভাটা বন্ধ হওয়ার ফলে ভাটা সংশ্লিষ্ট আশে পাশের এলাকায় স্বস্তি বিরাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে
পরবর্তীতে এরকম আরও অভিযান চলমান থাকবে বলে জানা যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!