সরকার দেশের দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোর ৩৫ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সরকারি স্কুল ফিডিং কর্মসূচি (ফেইজ-১) প্রকল্পের আওতায় এই খাবার বিতরণ করা হবে।
সপ্তাহে দুদিন শিক্ষার্থীদের দুধ ও পাউরুটি, দুদিন ডিম, কলা ও ফর্টিফাইড বিস্কুট এবং একদিন মৌসুমী ফল দেওয়া হবে।
এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে ৪ হাজার ৬৫৯ কোটি টাকা অর্থায়ন করবে সরকার এবং বাকি ৬৪ কোটি টাকা বৈদেশিক অনুদান হিসেবে আসবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের মেধার বিকাশ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে এই প্রকল্পের আওতায় আমরা ৩৫ লাখ শিক্ষার্থীকে টিফিনে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিতে চাই।”
মন্তব্য করার জন্য লগইন করুন!