খুলনার ফুলতলার ছাতিয়ানী গ্রামের কলেজছাত্র নাজমুল হোসেন খান নিজের মেধা ও প্রয়াস দিয়ে একটি এক আসনের হেলিকপ্টার তৈরি করেছেন, যা তাকে দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত করেছে। প্রায় দুই লাখ টাকা খরচ করে বাড়িতে বসে তৈরি এই হেলিকপ্টারটি নিয়ে এখন তিনি ওড়ানোর অনুমতি চেয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে।
নাজমুল জানান, হেলিকপ্টার উড়াতে গেলে অনুমতির প্রয়োজন হয়, তাই ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংস্থার চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান নিশ্চিত করেছেন যে, আবেদনপত্রটি বেবিচকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে এবং অনুমতি পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নাজমুল, যিনি খুলনার বিএল কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র এবং একটি মুদি দোকানদারের সন্তান, প্রায় তিন বছরের চেষ্টায় চায়না ১৫০ সিসির মোটরসাইকেলের ইঞ্জিন মডিফাই করে ২২ ফুট দৈর্ঘ্যের এই হেলিকপ্টার তৈরি করেছেন। তার এ উদ্ভাবনে এসএস পাইপের বডি ব্যবহার করা হয়েছে। এক লিটার অকটেনে ১৮-২০ মিনিট চলতে সক্ষম এ হেলিকপ্টারটি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে ৩,৫০০ ফুট উচ্চতায় ২১০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে।
নাজমুলের এই হেলিকপ্টার নিয়ে ইতিমধ্যে দর্শনার্থীদের ভিড় বাড়ছে তার বাড়িতে। পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন তিনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!