ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায়, দুঃস্থ ও পথবাসী মানুষের মাঝে দেশি মোরগ, সয়াবিন তৈল, ডাল, দুধ, চিনি, সেমাই, পেঁয়াজ সহ অন্যান্য নিত্যাপ্রয়জনীয় জিনিস বিতরণ করেছে কিশোরগঞ্জের তাড়াইল "শতদল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড"।
মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বরুহা মোড় সংলগ্ন গেদু ভূইয়া সুপার মার্কেট "শতদল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি"র কার্যালয়ে গরিব-অসহায়, দুঃস্থ ও পথবাসী ৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় শতদল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী, সিইও সেলিম আহম্মেদ ও সিনিয়র ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতিষ্ঠান। তিনি বলেন, পথবাসী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ঈদের আগে শুভেচ্ছা উপহার পেয়ে সাধারণ মানুষ খুবই সন্তুষ্টি প্রকাশ করেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!