মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা গত ৯ ডিসেম্বর চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। এতে জেলার ৮টি উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫টি ইভেন্টের মধ্যে ৪টিতে প্রথম স্থান অর্জন করে হাজীগঞ্জ উপজেলা।
বিজ্ঞান ও ইংলিশ স্পেলিং ইভেন্টে টানা দ্বিতীয়বারের মতো হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। এছাড়াও বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে।
হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের এই সাফল্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদ তাদের অভিনন্দন জানান। চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের উদ্যোগে ২০২২ সালে প্রথমবারের মতো জেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়। এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্য করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!