মেহরাব ইসলাম মুন্না:
বহুল প্রত্যাশিত ও কাঙ্খিত স্বল্প খরচে খাবার হোটেল ক্যাফে হিরাঝিল এখন চাঁদপুরে।
সমসাময়িক অবস্থার কথা চিন্তা করে চাঁদপুর ডিসি কোর্টের সামনের রাস্তার উত্তরপাশে স্বল্প খরচে সকল শ্রেনী পেশার লোকজনের সাধ্যের মধ্যে উন্নত খাবার পরিবেশন এর প্রতিশ্রুতি নিয়ে ২১ শে সেপ্টেম্বর ২০২৪ শনিবার বাদ মাগরিব মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন হলো ক্যাফে হিরাঝিল ।
খাবার হোটেল জগতের ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন ও শুধু ব্যবসায়ী নয় সেবার মন মানসিকতা নিয়ে উদীয়মান তরুণ এই ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন ভোক্তাদের মনোরম পরিবেশ সহ স্বল্প খরচে কাঙ্খিত খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
এখানে বাঙালি খাবার সহ বিরিয়ানি, মোরগ ফলাও ও উন্নত মানের দধি, মিষ্টি, মানসম্মত গ্রিল,তন্তুরী, পরোটা নান রুটি,কোমল পানীয় অত্যাধুনিক ব্যবস্থাপনায় পরিবেশিত হবে।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!