বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে এনবিএম নামের একটি ইটভাটা রয়েছে। ইটভাটার মালিক নুর উদ্দিন ও তার লোকজন বাঁধের পাশের মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। এতে বাঁধটি নড়বড়ে হয়ে ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।
প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করলে ওই ইউনিয়নের ফসলি জমি, প্রাণীকুল ও অন্তত ৩০ হাজার মানুষ দুর্যোগের ঝুঁকিতে পড়বে।
স্থানীয়রা ইটভাটার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইটভাটার মালিক নুর উদ্দিন দাবি করেছেন, তিনি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে টাকা দিয়ে ইটভাটা চালাচ্ছেন। প্রশাসন ম্যানেজ থাকায় কেউ কিছু করতে পারে না।
এদিকে, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি তার জানা নেই। দ্রুত পরিদর্শন করে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!