চাঁদপুর রোটারী আন্তর্জাতিক সামাজিক সংগঠন চাঁদপুর রিজোনের 'রোটার্যাক্ট ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর' এবং বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মে দিবস উপলক্ষে শ্রমিকদের কল্যাণে ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে "আত্মকর্মী" নামক প্রকল্প সম্পন্ন করা হয়েছে।
প্রকল্পের মাধ্যমে অসহায় ও কর্মঠ মানুষদের কাজের ব্যবস্থা করে তাদের আত্মনির্ভরশীল করে তোলা।
চা রাখার কেটলি,চা পাতার বক্স,চিনি,অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি
রোটারি ক্লাব সভাপতি রো: আব্দুর রহমান রিজভী: রোটারির সামাজিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান লক্ষ্য হল অসহায় ও কর্মঠ মানুষদের কাজের ব্যবস্থা করা।
অতীত সভাপতি দীন মোহাম্মদ দিলরাজ: "বন্ধুত্বের মাধ্যমে সেবা" এই স্লোগান নিয়ে ছোট-বড় সকলেই নিজ অবস্থান থেকে কাজ করে যান। সমাজের অনেক মানুষ আছে যাদের কাজের ব্যবস্থা হলে সমাজ আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
উপস্থিত ব্যক্তিবর্গ: জুয়েল সরকার, সামিউল প্রধান, নজরুল ইসলাম নিলয়, আল আমিন সানি
মাহমুদা আক্তার,তানভীর, আব্দুল্লাহ তামিম, জুবায়ের ইসলাম তামিম, সালমা আক্তার, আব্দুর রহিম রাজু
জাবেদ পাটোয়ারী, মেহবুব এহসান মুন ----সহ আরো অনেক।
এই প্রকল্পের মাধ্যমে অসহায় ও কর্মঠ মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!