ববি প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ঢাকা জেলা এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সিয়াম বিন মেজবাহ এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আলী হোসাইন আকাশ।
আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা জিলা স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়েছে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সিয়াম বলেন,ঢাকা জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশে জেলা এসোসিয়েশন ছায়ার মত সবসময় ছিলো,এ ধারা অব্যাহত থাকবে এবং আশা করি শিক্ষার্থীদের কল্যানে কাজ করে এসোসিয়েশনকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবো।
সাধারন সম্পাদক আলী হোসাইন আকাশ বলেন, এসোসিয়েশনের সকল কাজই শিক্ষার্থীদের কল্যানে হবে।আমি সকলকে ধন্যবাদ জানাই আমাকে দায়িত্ব দেবার জন্য।আমাদের উপদেষ্টা মন্ডলী শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগঠনকে আরো বেগবান করার জন্য সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরো এগারো জন।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ছয়জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছয়জন সহ মোট ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!