ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র-ছাত্রীদের একমাত্র সংগঠন ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রথম নির্বাচনভিত্তিক ১৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে যার সহ সভাপতি(ভিপি)
হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: জুম্মান হোসাইন এবং সাধারন সম্পাদক (জিএস) হয়েছেন একই সেশনের মো: আল-আমিন।যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদুল হাসান। ২ মার্চ (সোমবার) বিভাগের চেয়ারম্যান ও সভাপতি শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানা যায়।
জানা যায়, এবারই সর্বপ্রথম ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনে শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে যার ফলে নিজ নিজ ব্যাচ প্রতিনিধিকে ভোট দিতে পেরে খুশি বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরাও। প্রতিষ্ঠার পরে সবসময়ই সিলেকশনের ভিত্তিতে কমিটি গঠন করা হত।
১৫ সদস্যের নবগঠিত কমিটির অন্যান্য পদের জন্য নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরো দুজন যথাক্রমে মো: সিমন কবির,জাফর আহমেদ।২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনজন যথাক্রমে মো: সাইফুদ্দীন, শরীফুল ইসলাম শাওন,রাশেদ রাব্বানী।২০২২-২৩ শিক্ষাবর্ষের তিনজন যথাক্রমে সরোয়ার হোসেন তুহিন,শাফায়েত হোসেন,আপন চন্দ্র ঘোষ।এছাড়াও, কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে তিনজন যথাক্রমে অপূর্ব, বর্ষন,মাসুদুর।
প্রসঙ্গত,উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বিভাগের শিক্ষকবৃন্দরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!