কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের 'প্রত্যয়' স্কিম প্রত্যাহারের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে।
রবিবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে। এখানেই তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
কর্মকর্তা-কর্মচারীদের দাবি:'প্রত্যয়' পেনশন স্কিম বাতিল করা,পূর্ববর্তী পেনশন নীতি পুনঃবাহাল করা
১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী পরিষদ অর্ধদিবস কর্মবিরতি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদেক হোসেন মজুমদার: "আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। ... আমাদের দাবি না মানা হলে এই কর্মবিরতি চলতে থাকবে।"
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মো. মহসিন: "আমাদের যে আগের পেনশন নীতি ছিলো আমরা ফেরত চাই। ... আজ থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি।"
উল্লেখ্য, এই কর্মবিরতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!