চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী মৌজায় প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের বিরুদ্ধে স্থানীয় কৃষকরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। ওই স্টেডিয়ামের জন্য প্রায় সাড়ে ৩.১৯ একর ভূমি অধিগ্রহণ করা হলে প্রায় ৫ একর কৃষিজমি বিনষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।
কৃষিজমি অধিগ্রহণের ফলে তারা ভূমিহীন হয়ে যাবে এবং জীবিকা হারাবে।ওই জমিতে বছরে তিনবার ফসল চাষ করে তারা জীবিকা নির্বাহ করেন।স্টেডিয়াম নির্মাণ হলে আশপাশের কৃষিজমি বন্যায় প্লাবিত হবে।হাইমচর উপজেলার অধিকাংশ জমি নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় স্টেডিয়াম নির্মাণ মানুষের জীবনযাপনের উপর বিরূপ প্রভাব ফেলবে।
কৃষকরা স্টেডিয়ামের জন্য বিকল্প ভূমি ব্যবহারের দাবি জানাচ্ছেন।উল্লেখ্য, অত্র ইউনিয়নের লামছড়ি এবং ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নাধীন চরভাঙাসহ একাধিক মৌজায় স্টেডিয়াম করার মতো ভূমি রয়েছে।
প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চাঁদপুর জেলা প্রশাসক ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃষকরা তাদের দাবি-দাওয়া পেশ করছেন।তারা অনুরোধ করছেন যেন তাদের জীবিকার কথা বিবেচনা করে স্টেডিয়ামের জন্য বিকল্প ভূমি নির্বাচন করা হয়।
এই প্রতিবাদ সম্পর্কে সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করার জন্য লগইন করুন!