ফরিদপুরের বৃক্ষমেলায় 'ফরিদপুর নার্সারি' নামক একটি স্টলে বিক্রি হচ্ছে থাইল্যান্ডের 'চিয়াংমাই' জাতের বিদেশি আমের চারা। চারাটির দাম হাঁকা হয়েছে ৫০ হাজার টাকা। দাম শুনে চারাটি দেখতে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে মানুষ।
দুর্লভ জাত: 'চিয়াংমাই' জাতের আম বাংলাদেশে বিরল।
আকার ও স্বাদ: একেকটা আমের ওজন প্রায় ৭০০-৮০০ গ্রাম পর্যন্ত হয় এবং খেতে খুবই সুস্বাদু ও রসালো।
বয়স: চারাটির বয়স প্রায় তিন বছর।
ফলন: এ বছর গাছে ২৫-৩০টি আম ধরেছে। আগামীতে আরও বেশি ধরবে বলে আশা করা হচ্ছে।
এত দামের কারণে কেউই এখনো চারাটি কিনেননি। তবে, দুলর্ভ জাতের আমের চারা সংগ্রহকারীদের কাছে এটি আকর্ষণীয় হতে পারে।
বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলের চারা বিক্রি হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!