ঠাকুরগাঁওয়ের আইনজীবী জয়নাল আবেদীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঠাকুরগাঁও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস রমেশ কুমার ডাগারের আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আসামি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে মেহেদী হাসান রনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ আগস্ট মেহেদী হাসান রনি তার ফেসবুক আইডিতে মির্জা ফখরুলের ছবিসহ একটি ভুয়া চেকের ছবি পোস্ট করেন। চেকটিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা অনুদান নিয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গেছেন।
মামলার বাদী জয়নাল আবেদীন বলেন, মির্জা ফখরুল একজন সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিয়ে তাকে অপদস্থ করা হয়েছে। এটি মানহানিমূলক। তাই তিনি ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।
মামলার শুনানি আগামী ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!