চাল সরবরাহ বৃদ্ধি এবং বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক কমানোর পাশাপাশি আগাম কর প্রত্যাহার করেছে। রোববার (২০ অক্টোবর) এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানিয়েছে।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে এবং রেগুলেটরি শুল্ক ২৫% থেকে ৫% করা হয়েছে। এর পাশাপাশি ৫% আগাম করও সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে আমদানির ক্ষেত্রে প্রতি কেজি চালের মূল্য ১৪.৪০ টাকা কমে আসবে।
এনবিআর আশা করছে, এই পরিবর্তনের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে, ফলে দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
এনবিআরের কর্মকর্তারা বলেন, বাজারে চালের সরবরাহ বৃদ্ধি এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এদিকে, এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!