রমজান মাস শুরু হতেই বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ভোগ্যপণ্যের দাম। রমজানের প্রথম দিনেই লেবুর দাম ছুঁয়েছে ১০০ টাকা! মাত্র কয়েকদিন আগেও ৪০ টাকায় বিক্রি হওয়া লেবুর হালি এখন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়।
শুধু লেবুই নয়, শসা ও খিরাও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সবধরনের সবজির দামও বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, রমজানে লেবুর চাহিদা বেড়ে যায়। ইফতারিতে শরবতের জন্য লেবু ব্যবহার করা হয়। এছাড়াও, রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় বাজারে লেবুর সরবরাহ কম থাকে। ফলে দাম বেড়ে যায়।
অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া লেবুর দামে হতাশ ক্রেতারা। স্বল্প আয়ের মানুষদের জন্য লেবু কেনা এখন অসম্ভব হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, সরকারের উচিত বাজারে নিয়ন্ত্রণ আনা এবং ভোগ্যপণ্যের দাম ন্যায্য মূল্যের মধ্যে রাখা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট সাইজের লেবু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা হালি, মাঝারি সাইজ ৭০-৮০ টাকা এবং বড় সাইজ লেবু বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা হালিতে। দামাদামি করে সাধ্যের মধ্যে লেবু কিনছেন কেউ কেউ।
শুধু লেবুই নয়, রমজানের প্রথম দিনেই অন্যান্য পণ্যের দামও বেড়ে গেছে। চিনির দাম বেড়ে কেজিতে ১৪৫ টাকায় পৌঁছেছে। পেঁয়াজ, আলু, বেগুনসহ সেহরি ও ইফতার সংশ্লিষ্ট সব পণ্যের দামও বেড়েছে।
রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন।
মন্তব্য করার জন্য লগইন করুন!