মহিমান্বিত রমজান মাসে ১৭০ টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম।
নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই ধাপে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম ধাপে গত মঙ্গলবার (১২ মার্চ) ও সোমবার (১৮ মার্চ) সংগঠনটির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা ইউনিয়নের কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসাসহ আরো দুইটি স্পটে কালিকাপুর, গোবিন্দপুর ও লক্ষীপুর গ্রামের দুঃস্থ মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, ময়দা, মশারির ডাল, পেঁয়াজ, তেল, চিনি, বেসন, চিড়া, খেজুর, ও ট্যাং প্যাকেট।
ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক বশির আহমেদ, মনিটরিং কমিটির সদস্য তামজিদ মির্জা ও সৌদি শাখার সভাপতি সহ-সভাপতি তামিম বাবুসহ আরো অনেকেই। এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে কালিকাপুর গ্রামের আমেরিকা প্রবাসী আবদুস সালামসহ গ্রামের প্রবাসী ও সামর্থ্যবান সমাজহিতৈষী দাতাগণ অর্থ সহায়তা দিয়ে অসামান্য অবদান রেখেছেন। এছাড়া সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাসুদ আরমান ও জুয়েল সরকার সমগ্র কার্যক্রমটির সার্বিক সমন্বয়সাধন করেন।
ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক বশির আহমেদ বলেন, ‘‘বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে নাভিশ্বাস। সবকিছুই যেন তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অশীতিপর বৃদ্ধ ব্যক্তিটি হয়তো ঘরের কোণে বসে কী দিয়ে ইফতার করবে তা নিয়ে চিন্তা করছে। এ-সব কিছু মাথায় রেখেই লোটাস-বাড চ্যারিটি ফোরাম প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে। যেসব দাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীগণ অর্থ সহায়তা, শ্রম ও পরামর্শ দিয়ে আমাদের কাজকে ত্বরান্বিত করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
প্রসঙ্গত, গত প্রায় ১৬ বছর ধরে লোটাস-বাড চ্যারিটি ফোরাম দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে ‘সামর্থ্য’ প্রজেক্ট, জনস্বাস্থ্যের কল্যাণে মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও চিকিৎসা সহায়তা প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!