ঢাকা, ১৩ জুন, চলতি বছরের হজের শেষ ফ্লাইট ছেড়ে গেছে গতকাল বুধবার (১২ জুন)। ইতোমধ্যে মোট ৮৫ হাজার ১২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালন করছেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসা পাওয়ার পরও এবার মোট ৫১ জন হজে যেতে পারেননি। তাদের মধ্যে তিনজন সরকারি ব্যবস্থাপনায় এবং ৪৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার কথা ছিল।
এখনও পর্যন্ত জানা যায়নি যে, এই ৫১ জন কেন হজে যেতে পারেননি।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন মোট ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন।
ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের হজযাত্রীরা মোট ২১৭ টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫ টি, সৌদি এয়ারলাইন্স ৭৫ টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৭ টি ফ্লাইট পরিচালনা করেছে।
গত ৯ মে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ২০ জুন শুরু হবে।হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ২২ জুলাই দেশের উদ্দেশে রওনা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!