পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ জন হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা সূত্রে জানা গেছে, সোমবার (৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭০টি ফ্লাইটে তারা সৌদি আরবে গমন করেছেন।
হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ২৪ হাজার ৩১ জন হজযাত্রী। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮২ হাজার ২২৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে।
ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালিয়েছে ৩১টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট। তবে এই পবিত্র সফরে দুঃখজনকভাবে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তারা হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০) এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)।
চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে। ওই ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমান। আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে।
২০২৫ সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী। এ পর্যন্ত হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ধারণা করা হচ্ছে, আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইটটি যাবে ১০ জুলাইয়ের মধ্যে।
আপনারা যারা হজের সর্বশেষ আপডেট পেতে চান, তাদের জন্য আমাদের এই প্রতিবেদনে নিয়মিত খবর দেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!