মক্কা, ৫ জুন, পবিত্র হজ পালনকালে সৌদি আরবে মমতাজ বেগম নামে ৬৩ বছর বয়সী একজন বাংলাদেশী নারী হজযাত্রী মারা গেছেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা মমতাজ বেগম বুধবার মক্কায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সৌদি আরবে এবারের হজ মৌসুমে মোট ১১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হল।
বুধবার রাত ৩টা পর্যন্ত মোট ৬৩ হাজার ১৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৯৭৬ জন হজযাত্রী এসেছেন।
এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৬২ টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৫ টি, সৌদি এয়ারলাইন্সের ৫১ টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬ টি ফ্লাইট রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়েছিল এবং আগামী ১২ জুন পর্যন্ত চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে এবং দেশে ফেরার শেষ ফ্লাইট আগামী ২২ জুলাই।
মন্তব্য করার জন্য লগইন করুন!