সৌদি আরবে চাঁদ দেখার পর নিউইয়র্কসহ আমেরিকার বেশিরভাগ মসজিদে রবিবার তারাবিহ নামাজ আদায় করা হয়েছে। এর অর্থ, ১১ মার্চ সোমবার থেকে আমেরিকায় পবিত্র রমজান মাস শুরু হয়েছে। বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি আমেরিকানদের এলাকার মসজিদগুলোতে প্রতিদিন রোজাদারদের জন্য ইফতার পরিবেশনের আয়োজন করা হয়েছে।
এই বছর প্রথমবারের মতো নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে মাগরিবের আজান মাইকে প্রচারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, জর্জিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান প্রভৃতি এলাকার বাংলাদেশি রেস্তোরাঁ এবং গ্রোসারিগুলোতে ইফতারের সামগ্রীর দাম তুলনামূলকভাবে কম রাখা হচ্ছে।
আমেরিকান মুসলমানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা 'কাউন্সিল অন ইসলামিক রিলেশন্স' (কেয়ার) জানিয়েছে, সারা আমেরিকায় সাড়ে ৩ হাজার মসজিদে তারাবিহ নামাজ অনুষ্ঠিত হচ্ছে। মসজিদে যাতায়াতের সময় মুসল্লিদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোজা শুরু: ১১ মার্চ, সোমবার
তারাবিহ: রবিবার, ১০ মার্চ
মাগরিবের আজান: মাইকে প্রচারের অনুমতি
ইফতার: মসজিদ ও রেস্তোরাঁয় আয়োজন
ইফতারের সামগ্রীর দাম: তুলনামূলকভাবে কম
মসজিদের সংখ্যা: সাড়ে ৩ হাজার
নিরাপত্তা: স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা
মন্তব্য করার জন্য লগইন করুন!