দুশ্চিন্তা ও হতাশা মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে—এটাই শয়তানের প্রধান হাতিয়ার। কিন্তু ইসলাম শেখায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মন শান্ত হয়, চিন্তা দূর হয়, হৃদয় পায় প্রশান্তি। আর সেই সহজতম দোয়াই হলো—‘আস্তাগফিরুল্লাহ’।
বিস্তারিত:
মানুষকে বিপথগামী করার জন্য শয়তান প্রথমে তার মনে দুশ্চিন্তা ও হতাশা ঢুকিয়ে দেয়, তারপর তাকে নানা গুনাহের দিকে ধাবিত করে। তাই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য হতাশা থেকে বেঁচে থাকা জরুরি।
মুফতি আবদুল্লাহ তামিম বলেন, মন অশান্ত হলে বেশি বেশি ‘আস্তাগফিরুল্লাহ’ পড়া উচিত। হাঁটতে, চলতে, কাজের মাঝেও এই ছোট শব্দটি জিকির করলে আল্লাহ মনকে প্রশান্ত করেন এবং দুশ্চিন্তা দূর করে দেন।
ইস্তিগফারের উপকারিতা:
পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
“আর আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।” — সুরা বাকারা: ১৯৯
আরও বলেন,
“আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও।” — সুরা হুদ: ৩
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
“যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং এমন রিজিক দেবেন, যা তার ধারণার বাইরে।” — (সুনানে নাসায়ি: ৩৮১৯)
দুশ্চিন্তা দূর করার দোয়া:
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ...
অর্থ: হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনার বান্দার সন্তান। আমার কপাল আপনার হাতে, আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি প্রার্থনা করি, আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, বক্ষের আলো এবং দুশ্চিন্তা দূর করার মাধ্যম।
দোয়া:বিপদগ্রস্তের
لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ...
অর্থ: নেই কোনো মা’বুদ আল্লাহ ছাড়া, যিনি মহান, মহাধৈর্যশীল, আসমান ও জমিনের রব এবং সম্মানিত আরশের প্রভু।
পেরেশানি থেকে মুক্তির দোয়া:
اللَّهُ، اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا
অর্থ: আল্লাহ, আল্লাহ আমার রব, আমি তাঁর সঙ্গে কাউকে শরীক করি না।
হতাশা থেকে মুক্তির দোয়া:
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ
অর্থ: আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।
লগইন
দুশ্চিন্তা ও হতাশা দূর করার সহজতম দোয়া | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!