কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা দুই বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে দেশে ফিরেছেন। তারা সকাল সাড়ে দশটায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ছোটদের গ্রুপে বিশ্বচ্যাম্পিয়ন আনাস মাহফুজ
৮ থেকে ১২ বছর বয়সীদের গ্রুপে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করেন গোপালগঞ্জের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। তার অসাধারণ মেধা ও দক্ষতা বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান আরও বৃদ্ধি করেছে।
কেরাত গ্রুপে তৃতীয় স্থান আবু জর গিফারীর
কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেন ক্বারী আবু জর গিফারী। তার সুরেলা কণ্ঠে কুরআন তিলাওয়াত বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
বিমানবন্দরে অভ্যর্থনা
বিশ্বজয়ী এই দুই প্রতিযোগীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুমসহ দেশের বিশিষ্ট আলেম, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা। ফুলেল শুভেচ্ছা ও দোয়ায় মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।
আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতা
রাজধানীর মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী আনাস মাহফুজ ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এবার আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্থান অর্জন করে তার প্রতিভার নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দেশের গর্ব
মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, “এটি শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন আনাস ও গিফারী দ্বীনের খাদেম হিসেবে আরও উন্নতি করে।"
ধর্মপ্রাণ মানুষেরা আশা করেন, এ সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ ভবিষ্যতেও কোরআন চর্চায় বিশ্বমঞ্চে আরও অসাধারণ সাফল্য অর্জন করবে।
বাংলাদেশের জন্য অনুপ্রেরণা
আন্তর্জাতিক এই অর্জন দেশের নতুন প্রজন্মের জন্য এক বিশাল প্রেরণা। আনাস ও গিফারীর সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের মেধাবীরা কোরআনের আলোয় আলোকিত হয়ে বিশ্বে দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম।
মন্তব্য করার জন্য লগইন করুন!