জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক হিমাগারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তদের একটি দল নিরাপত্তাকর্মীদের মারধর করে বেঁধে রেখে প্রায় ৬০ লাখ টাকার যন্ত্রাংশ ও মালামাল লুট করে নিয়ে গেছে। রোববার গভীর রাতে ক্ষেতলালের আয়মাপুর এলাকার হাফিজার রহমান বীজ হিমাগারে এ ঘটনা ঘটে।
- নিরাপত্তাকর্মীদের অচেতন করে লুটপাট
হিমাগারের ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, রাত দেড়টার দিকে ৩০ থেকে ৩৫ জন মুখোশধারী দুর্বৃত্ত হিমাগারের চারপাশ ঘিরে ফেলে। তাদের মধ্যে ৮ থেকে ১০ জন ভেতরে ঢুকে চারজন নিরাপত্তাকর্মীকে মারধর করে ও বেঁধে রাখে। পরে তাদের চেতনানাশক কিছু খাওয়ানো হয়। নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ৫৫০ কেভির ট্রান্সফরমার ভেঙে তামার তার ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়।
- সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে দুর্বৃত্তরা
চুরির আগে সিসিটিভি ক্যামেরাগুলো খুলে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় লুট হওয়া যন্ত্রাংশের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন হিমাগার কর্তৃপক্ষ।
- পুলিশের তদন্ত শুরু
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘আজ সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোররা হিমাগারের ট্রান্সফরমারের তার খুলে নিয়ে গেছে। হিমাগার কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।’
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হিমাগার কর্তৃপক্ষ ও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!