লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনি বাংলাবাজার এলাকায় গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম বিপ্লব দাস (৪৫)। তিনি বিজয় কৃষ্ণ দাসের ছেলে। তার বাড়ি রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ১নং ওয়ার্ডে, প্রান বল্লভের পাল বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারী) বিকেলে বামনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিপ্লব দাসের মরদেহ দেখতে পান তার এক চাচাতো ভাই। তিনি বাঁশ কাটতে গিয়ে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিপ্লব দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, তার জেঠাতো ভাইয়ের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল এবং এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
এ বিষয়ে রায়পুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লগইন
ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!