হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও পশ্চিম ইউনিয়নে একদিনে নৌকা প্রতীকের ৭টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত পথসভাগুলোতে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
পথসভাগুলোতে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, ১৯৯৬ সালে তিনি প্রথমবার নৌকা প্রতীক নিয়ে হাজীগঞ্জবাসীর কাছে এসেছিলেন। তখন থেকেই তিনি হাজীগঞ্জের মানুষের পাশে থেকেছেন এবং তাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, গত ১৫ বছরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ব্যাপক উন্নয়নের মধ্যে প্রায় ৭’শ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, প্রায় ৭’শ ব্রীজ-কালর্ভাট ও প্রায় ৬’শ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছেন।
তিনি বলেন, এই উন্নয়ন সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি বলেন, আমি ষষ্ঠবারের মতো নৌকা প্রতীক নিয়ে আবারো আপনাদের কাছে এসেছি। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
তিনি আরো বলেন, আগামীতে তিনি বৃদ্ধ বাবা-মা ও তরুণদের জন্য কাজ করবেন। এর মধ্যে তরুণ-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, বাবা-মা যাতে দুবেলা পেট ভরে খাবার খেতে পারে এবং চিকিৎসার জন্য কেউ যেন জায়গা-জমি বিক্রি করতে না হয় সেজন্য তিনি কাজ করবেন। পথসভাগুলোতে বড়কুল পূর্ব ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!