হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি হাওরে বানিয়াচং উপজেলার এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। নিহত ছাত্রের নাম সবুজ দাস (২০)। তিনি বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আড়িয়া মুগুর গ্রামের বাসিন্দা ছিলেন।
শুক্রবার (২১ জুন) সকাল ১০ টার দিকে সবুজ দাস বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাট থেকে যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে যাচ্ছিলেন। পথে, জিলুয়া চক বাজার নামক স্থানের হাওরের মধ্যে নৌকাটি বিদ্যুৎ তারের সাথে সংস্পর্শে এসে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ দাস নৌকা থেকে পানিতে পড়ে যান।
নৌকার অন্যান্য যাত্রীরা তাকে উদ্ধার করে দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, সবুজ দাস নৌকা চালানোর সময় বিদ্যুৎ তারের অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলেন না। তারা অভিযোগ করেছেন, এলাকায় বিদ্যুৎ তারের ঝুলন্ত অবস্থা দীর্ঘদিন ধরে বিদ্যমান, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
সবুজ দাসের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর কলেজের এইচএসসির ১ম বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। তারা দ্রুত বিদ্যুৎ তার সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!