মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথকে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধসংক্রান্ত কমিশন (এফসিসি) নিশ্চিত করেছে যে, তদন্তের অংশ হিসেবে তাঁর বাসভবনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে।
গতকাল (রোববার) এক বিবৃতিতে এফসিসির মুখপাত্র ইব্রাহিম রোসায়ি জানান, প্রাভিন্দ জগুনাথকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে মধ্যাঞ্চলের মোকা ডিস্ট্রিক্টের মোকা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
১১ কোটি ৪০ লাখ রুপি জব্দ
এফসিসির তদন্তকারীরা সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি (প্রায় ২৪ লাখ মার্কিন ডলার) জব্দ করেন। এর পরপরই জগুনাথকে গ্রেপ্তার করা হয়।
আইনজীবীর দাবি: ‘অভিযোগ ভিত্তিহীন’
প্রাভিন্দ জগুনাথের আইনজীবী রৌফ গুলবুল সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আপাতত মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে, তবে জগুনাথ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রাক্তন সরকারের ব্যয়ের হিসাবেই বিপত্তি
মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী নবীন রামগুলাম গত বছরের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর জানান, পূর্ববর্তী প্রশাসনের কিছু সরকারি ব্যয়ের বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এ কারণে অডিট করা হবে। এরপর থেকেই দুর্নীতি দমন সংস্থাগুলো নড়েচড়ে বসে।
এক মাসের ব্যবধানে দুই শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার
এর আগে, গত মাসে মরিশাসের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছিল। যদিও তিনি পরে জামিনে মুক্তি পান। এবার সাবেক প্রধানমন্ত্রীকেও গ্রেপ্তার করা হলো, যা দেশটিতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রিত্বের পাঁচ বছর
প্রাভিন্দ জগুনাথ ২০১৭ সালের জানুয়ারিতে মরিশাসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং গত বছরের নভেম্বর পর্যন্ত এই পদে ছিলেন। তবে ক্ষমতা হারানোর কয়েক মাসের মধ্যেই তাঁকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হতে হলো।
এ ঘটনায় মরিশাসের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশটির জনগণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেখার অপেক্ষায় রয়েছেন, এই মামলা শেষ পর্যন্ত কোন পথে গড়ায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!