আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থীরা প্রতিক পেয়ে মাঠে নেমেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান থেকে প্রতিক গ্রহণ করেন প্রার্থীরা।
দলীয় প্রতিক হিসেবে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান নৌকা, জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন লাঙ্গল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী মনোনীত নাগরিক (বিএনএম) এর প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান নোঙ্গর, তরিকত ফেডারেশন এর প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত ফুলের মালা, তৃণমূল বিএনপি প্রার্থী আব্দুল কাদের তালুকদার সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী ড. মোহম্মদ শামছুল হক ভূঁইয়া ঈগল এবং স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ ট্রাক প্রতিক পেয়েছেন।
ড.মোহাম্মাদ শাহজাহান চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) বিএনএম,প্রতিক-নোঙ্গর
প্রতিক গ্রহণের পর প্রার্থীরা বলেন, তারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৮২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৪৬ জন এবং মহিলা ভোটার ৯৬ হাজার ২৮২ জন।
আব্দুল কাদের তালুকদার ছাদপুর-৪(ফরিদ্গঞ্জ) তৃণমূল বিএনপি, প্রতিক- সোনালি আঁশ
শেখ সাজ্জাদ রশিদ সুমন ছাদপুর-৪ (ফরিদ্গঞ্জ) জাতীয় পার্টি , প্রতিক -লাঙ্গল
সিআইপি জালাল আহমেদ ছাদপুর-৪(ফরিদ্গঞ্জ) স্বতন্ত্র প্রারথি, প্রতিক- ট্রাক
মুহাম্মাদ শফিকুর রহমা্ন চাঁদপুর-৪(ফরিদ্গঞ্জ) আওয়ামিলিগ, প্রতিক - নৌকা
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!