ইমরান হক - স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বুধবার বিকেলে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১০ জন ইউএনও ও ৩৩৮ জনের মতো ওসির বদলি চেয়ে কমিশনে প্রস্তাব এসেছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি কমিশন।
এর আগে গত সোমবার প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ৪৭ ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন।
লগইন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩৮ ওসি ও ১১০ ইউএনওকে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে
মন্তব্য করার জন্য লগইন করুন!