ইমরান হক স্টাফ রিপোর্টার।। মৎস্য সম্পদ রক্ষায় সরকার কঠিন নির্দেশনা দিয়েছেন এবার। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত রয়েছেন তৎপর। তারই ধারাবাহিকতায় ১৮ মার্চ মঙ্গলবার ২০২৫, বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা নদীর গাজীর টেক, কাচিকাটা, চর উমেদ, বড় চর ও রাজ রাজেম্বর এলাকায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে যৌথ অভিযান পরিচালিত হয়।
এ সময় জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে চারটি বোটযোগে এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন—
পুলিশ সুপার, নৌ পুলিশ: জনাব ছৈয়দ মোশফিকুর রহমান
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট: জনাব সুপ্রভাত চাকমা
লেফটেন্যান্ট কমান্ডার (জেআই)
বাংলাদেশ নৌবাহিনী: রাশেদ নিজাম চৌধুরী
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান,
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার ফজলুল হক,অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন,সহকারী পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম)
উপজেলা সদর মৎস্য কর্মকর্তা: মির্জা ওমর ফারুক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ
অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণরত অবস্থায় ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ৩ জন জেলেকে আটক করা হয়।
১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাটকা সংরক্ষণে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষগণ।
মন্তব্য করার জন্য লগইন করুন!