ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি।।
পরিবেশ দূষণের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে অবস্থিত দুটি লেয়ার ফার্মকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট বা শোধনাগার না থাকার প্রমাণ পেয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠান ‘প্যারাগন লেয়ার ফার্ম’ ও ‘সিপি বাংলাদেশ লেয়ার ফার্ম’ মুরগির বিষ্ঠা সঠিকভাবে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেয়নি। বর্জ্য শোধনাগার না থাকায় বিষ্ঠা আশপাশের মাছের খামার বিক্রি করছে। এতে পরিবেশে মারাত্মক দূষণ সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ কারণে দুটি প্রতিষ্ঠানকেই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ইসব লেয়ার ফার্মের মুরগির বিষ্ঠা সরাসরি মাছের খামারে ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে স্থানীয় জনগণের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। পোলট্রি ফার্মের বর্জ্য ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক ব্যবস্থাপনা না থাকলে তা মানুষের পাশাপাশি প্রাণিকুল ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, ভালুকা উপজেলায় লেয়ার ও ব্রয়লার শিল্প দ্রুত সম্প্রসারণ পাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক প্রতিষ্ঠান এখনো পরিবেশ সুরক্ষার ন্যূনতম মানদণ্ড মানছে না। সচেতন নাগরিকরা আশাবাদী—প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপের ফলে ভবিষ্যতে পরিবেশবিধ্বংসী এসব কর্মকাণ্ডে লাগাম টানা সম্ভব হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!