বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শহীদ তোফাজ্জল হোসেন (২১) ও শহীদ জিন্নাতুল ইসলাম খোকন (২৫) এর কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
শহীদ তোফাজ্জল হোসেন (২১) উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের মোঃ রশিদ মিয়ার বড় ছেলে । তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়না বাজারে আর একে সিরামিকে চাকুরী করতেন । কিন্তু ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে তিনিও শামিল হোন। মিছিলে দুর্বৃত্তদের সহিংসতায় গুরুতর আহত হলে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ তোফাজ্জল হোসেনের ছোট ভাই মোফাজ্জল হোসেন বলেন, আমার বড় ভাইকে রাম দা দিয়ে কোপানো হয়েছিলো। শরীরে আঘাতের চিহ্ন ছিলো স্পষ্ট।
শহীদ জিন্নাতুল ইসলাম খোকন (২৫) উপজেলার দলপা ইউনিয়নের ভূইয়াপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি গাজীপুরে বালুর ট্রাকে লেবারের কাজ করতেন। কাজ বন্ধ থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন। গত ৫ আগস্ট দুপুরে গাজীপুরের বামন থানার সামনে গুলিবিদ্ধ হয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন।
শহীদ জিন্নাতুল ইসলাম খোকনের মা চম্পা আক্তার বলেন, ছেলেকে নিষেধ করেছিলাম মিছিলে যেতে, সে মানে নি। তার মৃত্যুর জন্যে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানাই।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী কবর জিয়ারত ও দোয়া শেষে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক স্বপন, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদসহ অসংখ্য নেতাকর্মী।
মন্তব্য করার জন্য লগইন করুন!