প্রধান প্রতিবেদক।।
দেশের জাতীয় সম্পদ ইলিশ। এই মা" ইলিশ কে রক্ষায় সরকার জেলেদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন। ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষিদ্ধ কালীন সময়ে মা ইলিশ ধারার অপরাধে প্রায় ২০ লক্ষ মিটার কারেন্ট জাল, ৭ টি মাছ ধারার মাছ ধরার ট্রলার ১০৫ কেজি মা ইলিশ সহ ৩৫ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
১৬ অক্টোবর সোমবার চাঁদপুর নৌ থানর অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স পদ্মা মেঘনায় এই অভিযান পরিচালনা করেন। রাজ রাজেশ্বর, লক্ষীচর, মিনি কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ জেলেকে আটক করে নৌ পুলিশ। আটককৃত জেলেরা হলেন ১।আজাদ(১৮), পিতা-ফজলু মিয়া, মাতা- সেলিনা বেগম,২। সালাম বেপারী (২২), পিতা-ভুভু বেপারী, মাতা-মৃত জানু বেগম, উভয়সাং-মধ্যম শ্রীরামদী, পুরান বাজার, ০২ নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, ৩। আব্বাস আলী(২২), পিতা-নাছির মিজি, মাতা-আম্বিয়া বেগম, সাং-মাঝেরচর, মোল্লাকান্দি, ০১ নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ৪। ইসমাইল (১৯), পিতা- আয়নাল মাদবর, মাতা-কুলসু বেগম, ৫। মনির (২৭), পিতা-শওকত আলী, মাতা-পারুল বেগম, সর্বসাং-দক্ষিন মাথাভাঙ্গা, ওয়ার্ড, কাচিকাটা ইউপি, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, ৬। মোহাম্মদ সরকার (১৯), পিতা-মৃত ইয়াছিন সরকার, মাতা-পিয়ারা বেগম, ৭। সোহেল দেওয়ান (১৮), পিতা-মৃত ছাইদ দেওয়ান, মাতা- হাজেরা বেগম, ৮। মোবারক(২২), পিতা- ইউসুফ আলী বেপারী, মাতা- রুবিনা বেগম, উভয়সাং-সরকার কান্দি, ০৫নং ওয়ার্ড, ৯। হযরত আলী (১৯), পিতা-আলী আহাম্মেদ রাঢ়ী, মাতা-মনোয়ারা খাতুন, সাং-পূর্ব বকাউল কান্দি, ০৭ নং ওয়ার্ড, উত্তর তারাবুনিয়া ইউপি, ১০। খলিল বেপারী (২৭), পিতা-মৃত মিয়াচীন বেপারী, মাতা-খোদেজা বেগম, স্থায়ী সাং-বেপারী কান্দি, ০৪নং ওয়ার্ড, রাজরাজেশ্বর ইউপি, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-পূর্ব বকাউল কান্দি, ০৩ নং ওয়ার্ড, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, ১১। আফজাল হোসেন(২৪), পিতা-মৃত হযরত আলী বাঘ, মাতা-মরিয়ম বেগম, সাং- বাককান্দি, ০৪নং ওয়ার্ড, উত্তর তারাবুনিয়া ইউপি, ১২। শাকিল মিজি(২১), পিতা-কুদ্দুস আলী মিজি, মাতা-সাহিদা আক্তার, সাং-মোল্লাকান্দি, ০৭ নং ওয়ার্ড, উত্তর তারাবুনিয়া ইউপি, ১৩। খোরশেদ(২২), পিতা- আৰু সাইদ মোল্লা, মাতা- হুনুফা খাতুন, সাং- মোল্লাকান্দি, ০৭ নং ওয়ার্ড, সর্বথানা-সখিপুর, জেলা- শরীয়তপুর, ১৪ আলমগীর খান(২৮), পিতা- মোঃ শহিদুল্লা খান, মাতা-তাছলিমা বেগম, ১৫। আলামিন (২৯), পিতা-আলী আহম্মেদ হাওলাদার, মাতা- ফরিদা বেগম, ১৬। তকুর আলী (৩০), পিতা-হাজীদ ঢালী, মাতা-সমতা খাতুন, ১৭। শাহাআলম(২৫), পিতা-আলী আহাম্মদ হাওলাদার, মাতা- ফরিদা বেগম, ১৮। লিটন ঢালী (২৪), পিতা-হাজী ঢালী, মাতা- সমতা খাতুন, সর্বসাং-মহেশখালী(মাঝিকান্দি পূর্বের গ্রাম), মতলব উত্তর, ০২ নং ওয়ার্ড, রাজরাজেশ্বর ইউপি, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ১৯। মানিকা (১৮), পিতা-ইদ্রিস আলী, মাতা- ফাতেমা বেগম, সাং-চরভৈরবী, ০৬ নং ওয়ার্ড, থানা-হাইমচর, জেলা-চাঁদপুর, ২০। আৰু কালাম, পিতা-আব্দুর বাকা মাল, মাতা-লতিফা বেগম, সাং-মজিদকান্দি, ০২ নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, ২১। নুর উদ্দিন হাওলাদার (২৫), পিতা-নেকমত হাওলাদার, মাতা-নুর খাতুন, সাং-বকাউল কান্দি, ০৬ নং ওয়ার্ড,রাজরাজেশ্বর ইউপি, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ২২। হৃদয় (১৬), পিতা-আঃ খালেক, মাতা-নাছিমা বেগম, ২৩। ওমর ফারুক(৯), পিতা-মোঃ মানিক মিয়া, মাতা-জেসমিন বেগম, সর্বসাং-মধ্যম শ্রীরামদী, পুরান বাজার, ০২ নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ২৪। মোঃ সুজন (১৫), পিতা-হানিফা উকিল, মাতা-পারভীন বেগম, ২৫। শাহাজালাল মিয়া (১০), পিতা-রিপন সরকার, মাতা আছিয়া বেগম, ২৬। নাজমুল (১৪), পিতা-ছত্তর তাতা, মাতা- নাজমা বেগম, সর্বসাং- মাঝেরচর, মোল্লাকান্দি, ০১নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ২৭। রায়হান (১৪), পিতা-মোঃ আওয়াল ঢালী, মাতা-রেহানা বেগম, ২৮। হাবিবুল্লাহ (৭), পিতা-শাহাজালাল, মাতা-রুখছানা বেগম, ২৯১ আমির (৬), পিতা-স্বপন মোল্লা, মাতা-আমেনা বেগম, সর্বসাং-দক্ষিন মাথাভাঙ্গা, ০৩ নং ওয়ার্ড, কাচিকাটা ইউপি, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, ৩০। ইকবাল হোসেন (১৪), পিতা-শহিদুল্লা দর্জি, মাতা- ফাতেমা বেগম, ৩১। ইয়াছিন(৮), পিতা- সিরাজ মান, মাতা- পরী প্রধানিয়া, সর্বসাং-বাককাশি, ০১নং ওয়ার্ড, উত্তর তারাবুনিয়া ইউপি, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, ৩২। শাহাদা (১১), পিতা-দেলোয়ার হোসেন বেপারী, মাতা-আলেয়া খাতুন, সর্বসাং-বাশগাড়ি চর, ০৬ নং ওয়ার্ড, রাজরাজেশ্বর ইউপি, ৩৩। ফজলুল হক(১৪), পিতা-রাজ্জাক আলী দেওয়ান, মাতা- ফাহিমা বেগম, ৩৪। অলি উল্লাহ (১৫), পিতা-দুলার গাজী, মাতা- ফারুল বেগম, সাং- মহেশখালী, চেঙ্গারচর, ০৭ নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৩৫ মোঃ নাঈম (১৩), পিতা- আলম বেপারী, মাতা-রুপিয়া বেগম, সাং- মহেশমারী ০৭ নং ওয়ার্ড, বড় চর কালিয়া, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর।
এই বিষয়য়ে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন নিষিদ্ধ কালীন সময়ে মা ইলিশ ধরার অপরাধে আমরা ৩৫ জেলেকে আটক করেছি। প্রায় ২০ লক্ষ মিটার কারেন্ট জাল, ৭ টি মাছ ধারার ট্রালার সহ ১০৫ কেজি মাছ জব্দ করতে সক্ষম হই। আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। আটক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করি এবং কারেন্ট জাল গুলো পুড়িয়ে ধবংস করা হবে। জাতীয় সম্পদ রক্ষার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে সার্বক্ষণিক বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সাহায্য করবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!