ব্যাুরো প্রধান:খাগড়াছড়ি।।
সমাজে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে এই বৈসু উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বৈসু উৎসব উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।
এর আগে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বৈসু উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিপুরা কল্যাণ সংসদ মাঠে গিয়ে শেষ হয়।
আলোচনায় সভায়,পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান,খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এসপিপি, এনডিসি,পিএসসি।
বক্তরা আরো জানান,বৈসাবি উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে। বৈসু উৎসব পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির প্রতীক। এই উৎসব আমাদের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে। বৈসাবি উৎসবের আনন্দে সবাই একত্রিত হয়ে আমাদের ঐতিহ্যকে সম্মান জানাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করবে।
অনুষ্ঠানে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী সাজ পোশাকে এবং বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। পরে
পৌর টাউন হল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিপুরার ‘গড়িয়া’ দলের নৃত্যশিল্পীরা নাচ পরিবেশন করেন।
১৩ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বৈসু উৎসব যেখানে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘হারি বৈসু’ উদযাপিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল ত্রিপুরা।
লগইন
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বৈসু উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত
মন্তব্য করার জন্য লগইন করুন!