বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘দানা’ পায়রা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ছিল প্রবল, যার ফলে মোংলা, পায়রা, চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘দানা’ আজ রাতেই বা আগামীকাল ভোরে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। তবে এর অগ্রবর্তী অংশের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সকলকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!