মোঃ সাইদুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি।
১৮ই জানুয়ারি নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব (মির্জাপুর, টাঙ্গাইল) এর উদ্যোগে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় র্যালিটি টাঙ্গাইলের মির্জাপুর বাওয়ার কুমারজানি নির্মাণ শ্রমিকদের কার্যালয় হতে শুরু হয়ে মির্জাপুর বাজারের অলিগলি পদক্ষিণ করে মির্জাপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহিন (সভাপতি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ মির্জাপুর উপজেলা শাখা), রনি আহমেদ রানা (কার্যকরী সভাপতি), মিলন খান (সাধারণ সম্পাদক উপজেলা শাখা), মোল্লা আব্দুর রহমান (সভাপতি গড়াই ইউনিয়ন শাখা), আব্দুল্লাহ আল মামুন (উপদেষ্টা গোড়াই ইউনিয়ন ইনসাব)। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন পরবর্তী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন মির্জাপুর উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের পক্ষে একাত্মতা প্রকাশ করেন এবং শ্রমিকরা ঘাম শুকানোর আগেই যেন পারিশ্রমিক পাই সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে বলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!